ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চিনির সংকট নেই, তদারকি করলেই বাজার স্বাভাবিক

প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২২, ২০:০৯

হঠাৎ দেশের চিনির বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। বাজারে দেখা দিয়েছে সংকট। এই সুযোগে পাইকারি ও খুচরা পর্যায়েই খোলা চিনির দাম সপ্তাহ ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। আর সরকার নির্ধারিত ৯৫ টাকা দরের প্যাকেটের চিনিও উধাও। অনেক ক্ষেত্রে প্যাকেট চিনি খুলে বাড়তি দামে বিক্রি করছেন বিক্রেতারা।

উদ্ভূত পরিস্থিতিতে রোববার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, চিনির সরবরাহে কোনো ঘাটতি নেই। একটু তদারকি করলে বাজার স্বাভাবিক হবে।

বিবৃতিতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ১৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। সেই অপেক্ষায় আছে আরো ১ লাখ টন। সেখানে গতবছর ১৭ লাখ টন চিনি আমদানি হয়। ফলে চিনির ঘাটতি নেই।

ডলারের বর্তমান মূল্য অনুযায়ী প্রতি কেজি চিনি আমদানি করতে ব্যয় হচ্ছে ৬৭ টাকারও কম। কয়েকটি ব্যাংকের এলসির তথ্য ও বিভিন্ন পক্ষের সাথে কথা বলে এ তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাজারে তা বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে। সেই সাথে কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি দেশের বাজারে চিনির দাম বেড়েছে। সংকটের কারণে এ দাম বেড়েছে এমন কথা বলা হচ্ছে। এ তথ্য সঠিক নয়। ২০২১ সালে দেশে ১৭ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। চলতি ২০২২ সালে ৯ মাসে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। অচিরেই আরো এক লাখ মেট্রিক টন চিনি আমদানি হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ