ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সিন্ডিকেটের থাবায় চিনি, যা বললেন ভোক্তার ডিজি 

প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২২, ১৩:০০

হঠাৎ করেই বাজার থেকে গায়েব হয়ে গেছে চিনি। এ জন্য সরকারের বেঁধে দেয়া মূল্যে কোথাও মিলছে না চিনি। সিন্ডিকেট করেই চিনির বাজার বেসামাল করা হয়েছে বলে বাজারে খোঁজ নিয়ে জানা গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে রোববার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহা-পরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান আশ্বাস দেন আগামী দুই-এক দিনের মধ্যে চিনির বাজার স্বাভাবিক হয়ে যাবে।

তিনি বলেন, আমরা রিফাইনারি থেকে উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করছি। আমরা আজ অভিযান করছি, পাইকারি ও ডিলার পর্যায়ে যদি আমরা দেখি যে, চিনি আটকে রেখে এই কাজগুলো করা হচ্ছে সে ক্ষেত্রে আজকে আমরা কঠোর অবস্থানে যাচ্ছি। মৌলভীবাজার বড় চিনির মোকাম, দুপুরে আমরা ওখানে মিটিং করব। আগামীকাল আমরা সব পক্ষকে ডাকব। আমরা আলোচনা করব সমস্যাটা কোথায় হয়েছে।

তিনি আরো বলেন,আজকে বলে দিয়েছি মিল থেকে সব চিনি ছেড়ে দিতে। মাঝখানে ডিলার ও পাইকারি পর্যায়ে যদি চিনি আটকে রেখে বাজার অস্থির করে দেয়া হয়, তাহলে আমরা কঠোর অবস্থানে যাব।

খুচরা ব্যবসায়ীদের উদ্দেশে ভোক্তার ডিজি বলেন, আমরা কিন্তু ব্যবসায়ীদের প্রতিপক্ষ নই। আমরা যখন কোনো জায়গায় অভিযানে যাই, তারা দোকান বন্ধ করে চলে যায়। এখানে তো ভয়ের কোনো কিছু নেই। আমরা চাচ্ছি, আগে মোটিভেশনাল কাজগুলো করতে। কিন্তু যখন দেখি আপনার দোকানে চিনি বা তেল নেই কিন্তু গোডাউন ভর্তি তেল ও চিনি তখন বোঝা যাচ্ছে ব্যবসায়ী অসাধুপন্থা অবলম্বন করছে।

এ সময় ভোক্তাদের উদ্দেশে সফিকুজ্জামান বলেন, চিনির দাম হয়তো আরো বেড়ে যাবে ভেবে তার লাগবে হয়তো মাসে ২ কেজি, সে ৫ কেজি কিনে ফেলে। তখন বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া হয়। তখন দামটা আরো বেড়ে যায়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ