ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৪২

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অনুষ্ঠানে জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২৩৫ টাকা।

চলতি মাসের জন্য এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে। যা বুধবার দুপুর ২টা থেকে কার্যকর হবে।

এর আগে গত আগস্ট মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২১৯ টাকা নির্ধারণ করে বিইআরসি।

তারও আগে টানা কয়েকমাস ঊর্ধ্বমুখী থাকার পর মে মাসে থেকে কমতে থাকে এলপি গ্যাসের দাম। মে মাসে এলপি গ্যাসের দর ছিল (১২ কেজি) ১৩৩৫ টাকা, অটোগ্যাস লিটার প্রতি ৬২.২১ টাকা নির্ধারণ করা হয়

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ