ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আবারো বাড়ল সোনার দাম 

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২২, ২০:২৭

সোনার দাম কমানোর চার দিন পর আবারো দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (২১ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে প্রায় ৮৩ হাজার ২৮০ টাকায় দাঁড়িয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে প্রায় ৭৯ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে প্রায় ৬৮ হাজার ১১৭ টাকা। সনাতন প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে প্রায় ৫৬ হাজার ২২০ টাকা।

আগামীকাল সোমবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে। এর আগে গত বৃহস্প‌তিবার (১৮ আগস্ট) সারাদেশে সোনার দাম কমানো হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ