ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কমল সোনার দাম 

প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২২, ২১:০৪

দেশের বাজারে কমল সোনার দাম। বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে নতুন মূল্য কার্যকর হবে।

বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ মূল্য হ্রাসের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাত হাজার ৩৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ৮২ হাজার ৫৬ টাকা। যা আগে বিক্রি হচ্ছিল ৮৪ হাজার ৩৩১ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমছে দুই হাজার ২৭৪ টাকা।

মূল্য হ্রাসের পর ২১ ক্যারেট স্বর্ণের বর্তমান মূল্য দাঁড়াবে ৭৮ হাজার ৩২৩ টাকা। যা আগে ছিল ৮০ হাজার ৪৮২ টাকা। এ মানের স্বর্ণের দাম কমছে দুই হাজার ১৫৮ টাকা। আর মূল্য কমে ১৮ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম দাঁড়িয়েছে ৬৭ হাজার ১২৬ টাকায়। যা আগে বিক্রি হচ্ছিল ৬৮ হাজার ৯৯৩ টাকায়। এ মানের স্বর্ণের দাম কমছে এক হাজার ৮৬৬ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৫ হাজার ২৮৭ টাকায়।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ