ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

খোলাবাজারে ১১৩ টাকা ছাড়াল ডলারের দাম

প্রকাশনার সময়: ০৮ আগস্ট ২০২২, ১৬:২৮

খোলাবাজারে ডলারের দাম ১১৩ টাকা ছাড়িয়ে গেছে। খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।

সোমবার (৮ আগস্ট) প্রতি ডলারের দাম সর্বোচ্চ ১১৩ টাকা ৭০ পয়সা উঠেছে। এর আগে গত ২৭ জুলাই খোলাবাজারে ডলারের দর উঠেছিল ১১২ টাকা।

গত বৃহস্পতিবারও (৪ আগস্ট) ১০৮ টাকায় ডলার বিক্রি করেছিল ব্যবসায়ীরা। তবে গত শনিবার (৬ আগস্ট) দাম বেড়ে ১১০ টাকায় উঠে। রোববার (৭ আগস্ট) সেটি আরো ২ টাকা বেড়ে যায়।

রাজধানীর বেশ কয়েকটি মানি চেঞ্জারের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন ডলারের চাহিদা আছে। তবে ইন্সপেকশন টিমের অভিযানের কারণে ক্রেতা-বিক্রেতারা সরাসরি লেনদেন করতে ভয় পাচ্ছেন। এজন্য খোলাবাজারে এখন অনেক ব্যবসায়ীরাই গোপনে ডলার কেনাবেচা করছেন। এই অবস্থায় ডলারের বাজারে অস্থিরতা চলছে। দাম বেশি নিলেও বাংলাদেশ ব্যাংকের শাস্তির ভয়ে অনেক ব্যবসায়ী স্বীকার করতে চাইছেন না।

এ ব্যবসায়ীরা এই দামে ডলার কিনতে আগ্রহী হলেও বিক্রি করার মতো ডলার তাদের হাতে নেই বলেও উল্লেখ করেছেন।

এদিকে সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ