ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জুলাইয়ে এলসি নিষ্পত্তি কমেছে ১১৭ কোটি ডলার

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২২, ২২:২৭

দেশে আমদানি ব্যয় মেটাতে চাপ পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। চাপ কাটাতে বেশকিছু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যার সুফল আসতে শুরু করেছে। এ বছরের জুন মাস থেকে জুলাই মাসে আমদানি ঋণপত্র (এলসি) খোলার হার কমে গেছে। একই সঙ্গে কমেছে নিষ্পত্তির হারও। এক মাসের ব্যবধানে এলসি নিষ্পত্তি কমেছে ১১৭ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত এপ্রিল থেকেই আমদানি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন গভর্নর যোগ দেওয়ার পরও তা অব্যাহত রেখেছে। এর ফলে জুলাই মাসে এলসি নিষ্পত্তির (এলসি স্যাটেলমেন্ট) পরিমাণ কমেছে। যেটাকে সফলতা হিসেবেই দেখছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর জুলাই মাসে এলসি নিষ্পত্তি করা হয়েছে ৬৫৮ কোটি ডলার। যা আগের মাস জুনে এলসি নিষ্পত্তি করা হয়েছিল ৭৭৫ কোটি ডলার। ফলে জুন মাসের তুলনায় জুলাইয়ে ১১৭ কোটি ডলার এলসি নিষ্পত্তি কমেছে। যা শতকরা হিসাবে ৯ দশমিক ২৩ শতাংশ।

অন্যদিকে জুলাই মাসে ৫৫৫ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের মাস জুনে এলসি খোলা হয়েছিলো ৭৯৬ কোটি ডলারের। অর্থাৎ, এক মাসের ব্যবধানে এলসি খোলা কমেছে ৩০ দশমিক ২০ শতাংশ।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে এলসি নিষ্পত্তি হয়েছিল ৬৮৫ কোটি ডলারের। ফেব্রুয়ারিতে ৬৫৫ কোটি, মার্চে ৭৬৭ কোটি, এপ্রিলে ৬৯৩ কোটি, মে মাসে ৭২৫ কোটি, জুনে ৭৭৫ কোটি এবং জুলাই মাসে নিষ্পত্তি হয় ৬৫৮ কোটি ডলারের।

এ বছর জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে এলসি নিষ্পত্তি কমে ৪ দশমিক ২৬ শতাংশ, তবে মার্চে তা বেড়ে যায় ১২ দশমিক ২ শতাংশ, এপ্রিলে বাড়ে ৫ দশমিক ৬৬ শতাংশ, মে মাসে কমে ৫ দশমিক ৫৩ শতাংশ, জুনে বাড়ে ১১ দশমিক ৮৮ শতাংশ, আর জুলাইয়ে কমে ৯ দশমিক ২৩ শতাংশ।

সব‌শেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে ৯৪ টাকা ৭০ পয়সা দরে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক রোববার (৭ আগস্ট) সরকারি আমদানি বিল মেটাতে এই দরে ব্যাংকগুলোর কাছে ৭৯ মিলিয়ন ডলার বিক্রি করেছে। নিয়ম অনুযায়ী, এটাই ডলারের আনুষ্ঠানিক দর। গত মে মা‌সের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। এ হিসাবে তিন মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ২৫ পয়সা। ত‌বে খোলাবাজার থেকে এক ডলার বি‌ক্রি হ‌চ্ছে ১০৯ টাকা থেকে ১১০ টাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, ব্যাংকগুলোতে এখন আমদানির জন্য ১০০ টাকার নিচে ডলার পাওয়া যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে ১০৭ থেকে ১০৯ টাকায় ডলার কিনে আমদানি দায় মেটাতে হচ্ছে। রেমিট্যান্সের জন্যও ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১০৮ টাকা দরে ডলার কিনতে হচ্ছে।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ