ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

৪৪৮ কোটি টাকার সয়াবিন তেল কিনছে সরকার

প্রকাশনার সময়: ০৩ আগস্ট ২০২২, ২০:৪৩ | আপডেট: ০৩ আগস্ট ২০২২, ২০:৪৫

রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। এতে সরকারের মোট ব্যয় হবে ৪৪৮ কোটি ৮২ লাখ টাকা।

বুধবার (৩ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) সভায় এ অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, রাষ্ট্রীয় সংস্থা টিসিবির মাধ্যমে ফেরানি পোলাসকা স্পজু ফুড স্টাফ ট্রেডিং এলএলসি, ইউএই (লোকাল এজেন্ট: শান ট্রেডিং লি. ঢাকা) এর কাছ থেকে দুই কোটি ২০ লাখ লিটার এবং কানাডা ইঙ্ক, কানাডার (লোকাল এজেন্ট: হক গ্রুপ, ঢাকা) কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। দুই দেশ থেকে কেনা এই ৩ কোটি ৩০ লাখ তেল কিনতে ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকায় সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

প্রতি মার্কিন ডলার ৯৪ দশমিক ৪৫ টাকা ধরে প্রতি লিটার তেলের দাম এক দশমিক ৪৪ মার্কিন ডলার (১৩৬ টাকা)। ভোজ্যতেল বোতলজাত করে বিক্রি করবে টিসিবি। প্রতি বোতলে দুই লিটার তেল থাকবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ