ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজারে ক্রয়মূল্যে হবে ব্যাংকের বিনিয়োগ হিসাব

প্রকাশনার সময়: ০৩ আগস্ট ২০২২, ০০:৫০

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা (এক্সপোজার লিমিট) গণনার পদ্ধতি ক্রয়মূল্যে করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে মতামত দিয়ে এ চিঠি দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের ও কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দীর্ঘ এক যুগ ধরে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা শেয়ারের চলতি বাজারমূল্য, নাকি ক্রয়মূল্যের ভিত্তিতে গণনা হবে এ নিয়ে বিতর্ক চলছে। ২০১০ সালে শেয়ারবাজারে ধসের পর থেকেই এ বিতর্ক শুরু হয়। বর্তমানে বাজারমূল্যের ভিত্তিতে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা হিসাব করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকও এটাই চায়।

তবে দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারবাজার সংশ্লিষ্টরা সবসময় ক্রয়মূল্যের ভিত্তিতে এ বিনিয়োগসীমা হিসাবের করার পক্ষে মতামত দিয়ে আসছেন।

বিভিন্ন মহলের বিতর্কের মধ্যে গত ১৭ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মতামত চেয়ে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মতামত দিয়ে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ২৬ (ক) ধারায় ব্যাংক কোম্পানি অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণের হিসাবায়নে পুঁজিবাজারের বিনিয়োগের ঊর্ধ্বসীমা (এক্সপোজার লিমিট) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের ক্রয় করা মূল্যকেই বাজারমূল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।’ অর্থাৎ বাজারমূল্য নয় ক্রয়মূল্যের পক্ষে মতামত দিল মন্ত্রণালয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ