ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাবান্ধায় ৮ দিন আমদানি-রফতানি বন্ধ 

প্রকাশনার সময়: ০৬ জুলাই ২০২২, ০৩:১৫

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ ৮ দিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১ টায় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দরের সি অ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপসহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়েছে।

আগামী শনিবার (১৬ জুলাই) সকাল থেকে পুনরায় বাংলাবান্ধা স্থল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ