ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দুই-একদিনের মধ্যে কমতে পারে ভোজ্যতেলের দাম

প্রকাশনার সময়: ২৬ জুন ২০২২, ১২:৫০

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ রোববার (২৬ জুন) জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমে আসায় দেশেও ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্ট্রিয়াল কনফেরেন্সের আলোচনার নানা দিক তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন আভাস দেন।

বাণিজ্যসচিব বলেন, ভোজ্যতেলের দামের ক্ষেত্রে আগামী দুই-একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, ভোজ্যতেলের দাম কমবে। এখন সেই হিসেব-নিকেশ করা হচ্ছে। ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানালে তারপর আমরা জানাতে পারবো কত টাকা কমবে। তবে বলা যায় তেলের দাম কমবে।

তবে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় খুব বেশি কমানো সম্ভব নাও হতে পারে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব ভিভো বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন। তিনি বলেন, সম্প্রতি যেসব দেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে, সেসব দেশের সফল উত্তোরণের জন্য নানাবিধ বাণিজ্য সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাণিজ্য সংস্থার সহযোগিতা থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ