ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ই-ক্যাব নির্বাচন: শমী কায়সারের হ্যাট্রিক

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২২, ২০:৩২ | আপডেট: ১৮ জুন ২০২২, ২০:৩৭

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বর্তমান ক্ষমতাসীন অগ্রগামী প্যানেল। ৯ পদের বিপরীতে অগ্রগামী প্যানেল থেকেই বিজয়ী হয়েছে ৮ প্রার্থী।

শনিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডির সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অগ্রগামী প্যানেলের বিজয়ীরা হলেন- সৈয়দ আম্বারীন রেজা (৪৫৩ ভোট), আবদুল ওয়াহেদ তমাল (৩৮৬ ভোট), শমী কায়সার (৩৬৫ ভোট), আসিফ আহনাফ ৩৩২ (ভোট), শাহরিয়ার হাসান ৩০৮ (ভোট), নাসিমা আক্তার নিশা ৩০৭ (ভোট), মোহাম্মাদ সাহাব উদ্দিন (২৮৭ ভোট), সাইদুর রহমান (২৭৩ ভোট)। এ ছাড়া চেঞ্জ মেকার্স প্যানেল থেকে বিজয়ী হয়েছেন, ইলমুল হক (২৭০ ভোট)।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনে ভোট পড়েছে ৭৭ শতাংশ। ৭৯৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬১১ জন। ১০টি ভোট বাতিল হয়। ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি আমিন হেলালী। এসময় নির্বাচন কমিশন সদস্য আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান উপস্থিত ছিলেন।

বিজয়ী প্রার্থীরা আগামী ২৩ জুন নিজেদের মধ্যে পদবণ্টন নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ্য, ই-ক্যাবের বর্তমান সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল ২০২২-২৪ মেয়াদেও একই পদে দায়িত্ব পাচ্ছেন।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ