ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আবারও বাড়লো ডলারের দাম

প্রকাশনার সময়: ১৪ জুন ২০২২, ২২:০৬

দেশে ডলারের সংকট বেড়ে যাওয়ায় দিন দিন দামও বাড়ছে। এ কারণে ডলারের বিপরীতে টাকার মানেরও পতন হচ্ছে। মঙ্গলবার (১৪ জুন) দেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৬ কোটি ৪০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার ৯২ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করা হয়।

এদিন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কেনার জন্য ৯২ টাকা ৮০ পয়সা করে খরচ করতে হয়েছে। অর্থাৎ, আজ বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি বিল মেটানোর জন্য এই দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে।

নিয়ম অনুযায়ী, ডলারের এটাই আনুষ্ঠানিক দাম। তবে একদিন আগেও ৯২ টাকা ৫০ পয়সা করে প্রতি ডলার বিক্রি করা হয়েছে। যা গত মাসের শুরুতে ৮৬ টাকা ৪৫ পয়সা ছিল। এক মাসের ব্যবধানে টাকার মান ৬ টাকা ৩৫ পয়সা কমলো।

জানা গেছে, চলতি অর্থ বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে মোট ৭০০ কোটি ৯০ লাখ ডলার বিত্রক্র করেছে। এর আগে কোনো এক অর্থবছরে এত ডলার বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক।

প্রচুর ডলার বিক্রির কারণে গত আগস্ট মাসে সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠা রিজার্ভ এখন ৪১ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ