ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশকে আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক

প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২১, ১৮:৪৩ | আপডেট: ২৯ জুলাই ২০২১, ১৮:৪৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিবন্ধন নেয়ার পর জুন মাসের ১৭ দিনের ভ্যাট বাবদ আড়াই কোটি টাকা দিয়েছে। চলতি মাসে ভ্যাটের রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এই প্রথম টাকা জমা দিল।

ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৩ জুন বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যমটির তিনটি প্রতিষ্ঠান বিআইএন হিসেবে পরিচিত ব্যবসা নিবন্ধন নম্বর নেয়। বিজ্ঞাপনসহ বিভিন্ন খাতের আয় থেকে বাংলাদেশ সরকারকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধের জন্য ওই নিবন্ধন নিয়েছিল ফেসবুক।

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রমিলা সরকার বলেন, ১৩ জুন ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান আমাদের কাছে ভ্যাট নিবন্ধন নিয়েছিল। নিবন্ধন নেয়ার পর গত ১৫ জুলাই তারা জুন মাসের ভ্যাট রিটার্ন সাবমিট করেছে। ১৩ জুন থেকে ৩০ জুন ১৭ দিনে তারা এই ভ্যাট দিয়েছে।

ফেসবুকের পক্ষে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ। সিটিব্যাংক এনএ-এর মাধ্যমে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছে এই প্রথম সরকার ভ্যাট পেল বলে জানান প্রমিলা।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ