ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ট্রাকে নয়, এখন থেকে দোকানে মিলবে টিসিবির পণ্য

প্রকাশনার সময়: ১৮ মে ২০২২, ১৫:৪২

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মুখপাত্র হুমায়ুন কবির বুধবার (১৮ মে) জানিয়েছেন, ভ্রাম্যমাণ ট্রাকে আর পণ্য বিক্রি করবে না টিসিবি। পণ্য এখন থেকে ট্রাকসেলে না দিয়ে টিসিবির নির্দিষ্ট দোকানগুলোতে বিক্রির জন্য দেওয়া হবে।

তিনি জানান, পরিবশেকদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে করে ভবিষ্যতে টিসিবির পণ্য বিক্রি না করার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামীতে ট্রাকে নয় পরিবেশকদের দোকানে পণ্য বিক্রি করা হবে। বিভিন্ন এলাকা ও সিটি করপোরেশনের বেশিরভাগ ওয়ার্ডে ডিলারদের দোকান আছে। সেখানে পণ্য বিক্রি করা হবে। যেসব জায়গায় ডিলারদের দোকান নেই সেখানে নতুন করে ব্যবস্থা করা হবে।

সয়াবিন তেল, ডাল, চিনি, পেঁয়াজসহ কয়েকটি পণ্য ট্রাক সেলের মাধ্যমে গত ১৬ মে থেকে বিক্রির কথা দিয়ে হঠাৎ ১৫ মে রাতে বিজ্ঞপ্তি দিয়ে তা বাতিল করে টিসিবি।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ