ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

৬ দিন বন্ধ থাকবে যমুনা ব্যাংকের কার্যক্রম

প্রকাশনার সময়: ২৯ মার্চ ২০২২, ১৭:০৩

ছয় দিন বন্ধ থাকবে যমুনা ব্যাংক লিমিটেডের কার্যক্রম। নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশনের জন্য ব্যাংকটির কার্যক্রম বন্ধ থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে জারি করা নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যমুনা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার মাইগ্রেশন করতে আগামী ১ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার আবেদন করে। এতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়েছে।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ