ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ঈদে পুঁজিবাজার ৩ দিন বন্ধ

প্রকাশনার সময়: ২০ জুলাই ২০২১, ০০:০০ | আপডেট: ২০ জুলাই ২০২১, ০৬:৫৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার পুঁজিবাজার বন্ধ থাকবে ৩ দিন। মঙ্গলবার (২০ জুলাই) থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত ৩ দিন ঈদের ছুটির কারণে পুঁজিবাজার বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটি মাত্র তিন দিন। তবে ঈদের ছুটির পরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ছে। এই হিসাবে ঈদে মোট ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার আগামী ৫ দিন সরকারি সব অফিস-আদালতের মতো পুঁজিবাজারও বন্ধ থাকবে।

আগামী ২৫ জুলাই রোববার থেকে পুঁজিবাজার খুলবে। ওইদিন থেকে পুঁজিবাজারে ৩ ঘণ্টা লেনদেন হবে। অর্থাৎ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

প্রসঙ্গত, কঠোর লকডাউনের কারণে ঈদের পরে লেনদেনের সময়সূচি কমানো হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ