ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
প্রশ্ন অর্থনীতিবিদদের

৬.৯৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হলো কীভাবে

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫

করোনা মহামারির মধ্যে গত অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের অর্থনীতিবিদরা। তারা বলেছেন, এই প্রবৃদ্ধি অস্বাভাবিক, বিস্ময়কর। বিশ্ব এবং পারিপার্শ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে এই উচ্চ প্রবৃদ্ধির কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।

তবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানি আয় বৃদ্ধির কারণে চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি বেড়েছে। এটা ছিল প্রত্যাশিত। এখানে কোনো ম্যাজিক নেই। অর্থনীতির গবেষক পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘৬ দশমিক ৯৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি আমার কাছে অস্বাভাবিক-বিস্ময়কর মনে হচ্ছে। কীভাবে সম্ভব এত প্রবৃদ্ধি। গত অর্থবছরজুড়েই ছিল করোনা মহামারির ধাক্কা। শেষের তিন মাস (এপ্রিল-জুন) আরো বেশি। বেশ কিছুদিন লকডাউন ছিল। ৯ মাসের (জুলাই-মার্চ) হিসাব ধরে বিবিএস বলেছিল, ৫ দশমিক ৪৩ শতাংশ প্রবৃদ্ধি হবে। শেষের তিন মাসই ছিল বেশি খারাপ অবস্থা। তার মধ্যে প্রবৃদ্ধি না কমে কী করে বেড়ে ৬ দশমিক ৯৪ শতাংশ হয়?’

কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয়— মন্তব্য করে তিনি বলেন, ‘এই প্রবৃদ্ধি মানুষের ধারণার চেয়ে অনেক বেশি। ভারতে গত অর্থবছরে নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে। আমাদের প্রবৃদ্ধি হয়েছে ঠিক; সেটা ৩, ৪ বা ৫ শতাংশ হতে পারে। কিন্তু প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধি আমার কাছে সত্যিই অস্বাভাবিক লাগছে।’

ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান মনসুর বলেন, ‘বিশ্ব এবং পারিপার্শ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে এই উচ্চ প্রবৃদ্ধির কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।’

প্রায় একই কথা বলেছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তিনি বলেন, ‘আমার কাছে ৬ দশমিক ৯৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির তথ্য কোনোভাবেই বাস্তবসম্মত মনে হচ্ছে না। অর্থনীতির গতি-প্রকৃতির সঠিক চিত্র ফুটে উঠেনি। সে কারণেই আমার মতো অনেকের কাছেই এই প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠবে; আর উঠাটাই স্বাভাবিক। এখানে একটা বিষয় আমাদের সরকারের নীতিনির্ধারকদের মনে রাখতে হবে, আমরা যদি অর্থনীতির প্রকৃত চিত্র না পাই, তথ্য না পাই, তাহলে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে নিতে পারব না। উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না।’

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, চূড়ান্ত হিসাবে গত ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ, সেই সঙ্গে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৫৯১ ডলার। পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

এর আগে গত বছর আগস্ট মাসে প্রকাশিত সাময়িক হিসাবে পরিসংখ্যান ব্যুরো বলেছিল, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৪৩ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৫৪৪ ডলার হবে। চূড়ান্ত হিসাবে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই দুই সূচকই আরো বেড়েছে।

চূড়ান্ত হিসাবে গত অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি বেড়ে ৪১৬ বিলিয়ন ডলার (প্রতি ডলার ৮৪ টাকা ৮১ পয়সা হিসাবে ৩৫ লাখ ৩০ হাজার ১৮৫ কোটি টাকা) হয়েছে, যা প্রাথমিক হিসাবে ছিল ৪১১ বিলিয়ন ডলার। মহামারির শুরুর ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ৩ দশমিক ৪৫ শতাংশে, যা তিন দশকের মধ্যে সবচেয়ে কম।

এরপর ২০২০-২১ অর্থবছরের বাজেটে সরকার ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরলেও মহামারি পরিস্থিতি জটিল আকার ধারণ করায় তা সংশোধন করে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়। এখন চূড়ান্ত হিসাবে তার থেকে দশমিক ৮৪ শতাংশ পয়েন্ট বেশি ৬ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি পাওয়ার কথা বলছে পরিসংখ্যান ব্যুরো।

২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় যেখানে ২ হাজার ২২৭ ডলার ছিল, নতুন ভিত্তিবছর (২০১৫-১৬) ধরে হিসাব করায় ২০২০-২১ অর্থবছরে তা এক লাফে ১৪ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হবে বলে গত নভেম্বরে ধারণা দিয়েছিল পরিসংখ্যান ব্যুরো। চূড়ান্ত হিসাবে তা আরো বেড়ে হয়েছে ২ হাজার ৫৯১ ডলার।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই প্রবৃদ্ধিকে ‘মিরাকল ও সুন্দর’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এই প্রবৃদ্ধি সারাবিশ্বে টপমোস্ট না হলেও সবচেয়ে বেশি প্রবৃদ্ধির একটি হবে।’

চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি প্রাথমিক হিসাব থেকে এতটা বাড়ল কীভাবে সেই ব্যাখ্যায় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অর্থনীতির প্রধান তিন সূচক কৃষি, শিল্প এবং সেবা খাতের প্রবৃদ্ধি প্রাথমিক হিসাবের তুলনায় চুড়ান্ত হিসাবে বেশি হয়েছে। সে কারণে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে।’

পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে অর্থনীতির প্রধান তিন খাতের মধ্যে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১৭ শতাংশ, যা সাময়িক হিসাবে ২ দশমিক ৩৭ শতাংশ ধরা হয়েছিল।

চূড়ান্ত হিসাবে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৯ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৯৯ শতাংশ। তবে সেবা খাতের প্রবৃদ্ধি সাময়িক প্রাক্কলনের ৫ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৭৩ শতাংশ হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম অবশ্য ৬ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধিতে আশ্চর্য হওয়ার কিছু দেখছেন না।

তিনি বলেন, ‘এখানে মিরাকলের ব্যাপার নেই। সংখ্যাটা বেড়েছে এই কারণে যে, আমাদের এক্সপোর্ট কিন্তু অনেক বেড়েছে আগের বছরের তুলনায়। এটার প্রভাব পড়েছে। আমাদের রেমিট্যান্স অনেক বেড়েছে, প্রায় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই দুইটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।’

পাশাপাশি করোনাভাইরাস মহামারির সময়ে সরকারের ‘সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনা’ এবং প্রণোদনা প্যাকেজগুলোর বাস্তবায়ন হওয়ায় ‘সুফল’ পাওয়া গেছে বলে মনে করেন প্রতিমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে শামসুল আলম বলেন, ‘জাতিসংঘের মেথড অনুযায়ী আমরা জিডিপির হিসাব করি। বন্তুনিষ্ঠভাবে এই হিসাব করা হয়েছে।’ চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে। তবে বিশ্বব্যাংকের হিসাবে এবার বাংলাদেশ ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ বলেছে, ৬ দশমিক ৬ শতাংশ হবে। আর এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ