ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

১১০ টাকায় মিলবে সয়াবিন তেল

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২১, ০৫:৪৩
সংগৃহীত ছবি

আজ থেকে চার পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারি এই সংস্থার পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। পণ্যগুলো হচ্ছে- চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ।

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। শুক্রবার ছাড়া ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকদিন ৪০০ থেকে ৪৫০টি ট্রাকের মাধ্যমে সারাদেশের সব মহানগর, জেলা ও উপজেলায় এ পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পণ্যের দাম ও ক্রেতাপ্রতি বরাদ্দের পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে একজন ক্রেতা আগের মতোই সর্বোচ্চ দুই কেজি করে চিনি, তেল ও মশুর ডাল কিনতে পারবেন। এ ছাড়া দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬০ টাকা ও পেঁয়াজ ৩০ টাকায় পাওয়া যাবে। তবে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ক্রেতার খরচ পড়বে ১১০ টাকা।

দৈনিক প্রতিটি ট্রাকের মাধ্যমে ২০০ থেকে ৫০০ কেজি চিনি, ৩০০ থেকে ৬০০ কেজি মশুর ডাল এবং ৫০০ থেকে এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হবে। এ ছাড়া সয়াবিন তেল থাকবে ৪০০ থেকে ৬০০ লিটার।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ