ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আইফোন মোছার কাপড়ের দাম ১৬২৭ টাকা

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২১, ০২:১৮
সংগৃহীত ছবি

অ্যাপলের তৈরি ডিভাইসের ডিসপ্লে মোছার জন্য মাইক্রোফাইবার সমৃদ্ধ পলিশিং ক্লথ ( আমাদের ভাষায় সেটি কাচ মোছার ত্যানা) বাজারে ছেড়েছে সোমবার। যা কিনতে আপনার গুনতে হবে ১৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬০০ টাকার মতো।

এটি দিয়ে পরিষ্কার করা যাবে যেকোনো ধরনের ডিভাইসের ডিসপ্লে। পণ্যটির বিবরণের ঘরে লেখা রয়েছে, ‘নরম উপাদানে তৈরি পলিশিং ক্লথ, যা যেকোনো অ্যাপল ডিসপ্লে নিরাপদে এবং কার্যকরভাবে পরিষ্কার করে, এমনকি ন্যানো-টেক্সচার কাচও।’ এই ন্যানো-টেক্সচার কাচ পরিষ্কারের ব্যাপারটি এসেছে মূলত অ্যাপলের প্রো ডিসপ্লে এক্সডিআর মনিটরের জন্য।

অভিনব পণ্য বাজারে আনা ও অভিনবতর মূল্য নির্ধারণে অবশ্য অ্যাপলের জুড়ি মেলা ভার। ২০১৫ সালে তারা বাজারে আনে অ্যাপল ওয়াচের এক বিশেষ সংস্করণ, যা মোড়ানো ছিল ১৮ ক্যারেট সোনায়। সেই ঘড়ির দাম ছিল ১৭ হাজার ডলার। বাজার-নৈপুণ্য বিবেচনায় একে খুব একটা সফল বলা যায় না। এখন দেখার বিষয়, বিলাসী ‘পলিশিং ক্লথ’ দিয়ে অ্যাপল কতটা বাজিমাত করতে পারে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ