কারিগরি ত্রুটি সারিয়ে স্বাভাবিক সময়ের দেড় ঘণ্টা পর আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। প্রথম আধা ঘণ্টার লেনদেন শেষে দুপুর ১২টায় কিছুটা নিম্নমুখী ধারা দেখা গেছে।
তবে ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু ছিল।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আমরা সকাল ১০টা থেকে কাজ শুরু করতে পারছি না। লেনদেন শুরুর সময় পরে জানানো হবে।
এর আগে, ২০২৪ সালের ১০ মার্চ লেনদেনের শুরুতে ডিএসইর ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ