আগামীকাল পর্দা উঠছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে আগামীকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মেলার ২৯তম আসরের। এ উপলক্ষ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে মেলা আয়োজক কর্তৃপক্ষ।
এদিকে, শেষ সময়ে স্টল নির্মাণে অনেকটা ব্যস্ত সময় পার করছেন স্টল তৈরির কারিগররা। উদ্বোধনের পরই স্টলগুলোতে বেচাকেনা শুরু করতে পারবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে মেলা প্রাঙ্গনের বাইরে অবৈধভাবে যেন দোকানপাট না বসে সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা। মেলার সার্বিক নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা।
এবার মেলার প্রধান প্রবেশদ্বার ৩৬ জুলাইয়ের স্মৃতির আদলে তৈরি করা হয়েছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে ৩৬২টি স্টল। বাংলাদেশ ছাড়া ৭টি দেশের ১১ টি প্রতিষ্ঠান বিভিন্ন পসরা নিয়ে এ মেলার অংশগ্রহণ করছেন। ৩৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি সম্মান রেখে মেলার প্রধান প্রবেশদ্বারে পূর্ব পাশে জুলাই চত্ত্বর ও মূল ভবনের উত্তর পাশে থাকছে ৩৬ চত্ত্বর। মূল ভবনের ভেতরে থাকছে ইয়ুথ প্যাভিলিয়ান। দর্শনার্থীদের বসার জন্য থাকবে ৩টি সিটিং জোন। ব্যাংকিং লেনদেনের জন্য থাকতে ডাচ বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংকের একাধিক বুথ। এবারের মেলায় আসা শিশুদের জন্য থাকছে শিশু পার্ক। মেলায় যেন কোন প্রকার সমস্যার সৃষ্টি না হয় সেজন্য ২৩৪টি সিসি ক্যামেরার পাশাপাশি থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। তাৎক্ষণিক সেবা দিতে থাকছে একাধিক পুলিশের টহল টিম।
রাজধানীর দর্শনার্থীদের কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গনে আসতে থাকছে বিআরটিসি শাটল সার্ভিস। এ ছাড়া নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে আগত দর্শনার্থীদের জন্যও থাকছে বিআরটিসির বাস সার্ভিস। তবে বিগত বছরগুলোতে মেলা প্রাঙ্গণের বাইরে এক শ্রেণির অসাদু ব্যক্তিরা অবৈধভাবে দোকানপাট বসিয়ে মেলার সুন্দর পরিবেশ নষ্ট করেছিল। এসব দোকানপাটের কারণে মেলার ভিতরে আশানুরুপ বেচাকেনা হয়নি। এবার যেন অবৈধভাবে দোকানপাট না বসে সেজন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন মেলায় আগত দোকানদার ব্যবসায়ীরা।
এদিকে মেলার উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১২টার দিকর সংবাদ সম্মেলন করেছেন বাণিজ্য মন্ত্রনালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।
সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, এবার মেলায় যাতে করে নির্বিগ্নে ক্রেতা দর্শনার্থীরা আসা যাওয়া ও কেনাকাটা করতে পারে সেজন্য নিরাপত্তার ক্ষেত্রে বেশি জোর দেয়া হয়েছে। এ মেলা আন্তর্জাতিকভাবে বিশেষ ভূমিকা পালন করবে। মেলার শৃঙ্খলা নিশ্চিত করতে ম্যাজিষ্ট্রেড থাকবে।
সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের আড়াইশ সদস্য নিয়োজিত থাকবে। মেলায় বয়সভিত্তিক দর্শনার্থীদের সৃবিধার্থের থাকছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে সিটিং কর্নার।
এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাণিজ্য উপদেষ্টা।
সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কে ভোগান্তি এড়াতে কাঞ্চন সেতুর টোল কালেকশন এর জন্য নির্দিষ্ট নীতিমালা করা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। মেলায় বিঘ্ন ঘটে এমন কোন ধরনের ভাষমান কার্যক্রম এলাও করা হবে। দোকানপাট নিয়ে হকারদেরকে কোন বসতে দেয়া হবে না।
সম্মেলন শেষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫০ শতাংশ ডিসকাউন্টে রাজধানী থেকে ক্রেতা দর্শনার্থী যেন মেলায় আসতে পারে এজন্য উবারের সাথে চুক্তি স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন ও উবারের কান্ট্রি ডিরেক্টর নাসিদ ফেরদৌস কামালের। পরে মেলা প্রবেশের ই-টিকেটিং কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা।
সম্মেলনে বাণিজ্য সচিব সেলিম উদ্দিন বলেন, এবারের মেলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতির আদলে থাকছে জুলাই চত্ত্বর ও ৩৬ চত্ত্বর।
মেলায় বিদেশি ব্যবসায়ীদের জন্য থাকছে সোর্সিং কর্নার যেখানে বসে তারা ব্যবসায়িক কাজ সম্পন্ন করতে পারবেন। মেলায় প্রবেশের জন্য এবার থাকছে ই টিকেটিং সেবা। টিকেটের মূ্ল্য বড়দের ক্ষেত্রে ৫০ টাকা ও ছোটদের জন্য ২৫ টাকা ধার্য করা হয়েছে। মেলায় ঢাকাসহ নারায়ণগঞ্জ, নরসিংদীর থেকে ক্রেতা দর্শনার্থীদের আসার জন্য থাকছে ২০০টি বিআরটিসি বিশেষ বাস সার্ভিস। এবছর মেলায় দর্শনার্থী আসার জন্য উবার সার্ভিস সংযোগ করা হয়েছে। ৫০% ছাড়ে যে কেউ উবারে মেলায় আসা যাওয়া করতে পারবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মেলা সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি ৬ জন ম্যাজিষ্ট্রেড সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থাকছে আরো ৩ জন ম্যাজিষ্ট্রেড। মেলাকে কেন্দ্র করে কিছু অবৈধ দোকানপাট গড়ে উঠেছিল অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। বাণিজ্য মেলাকে ঘিরে অবৈধভাবে কোন দোকানপাট বসতে দেয়া হবে না।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ