ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিট্যান্স, ১১ দিনে এলো ১০৪ কোটি ডলার

প্রকাশনার সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৩

আগস্টের পর সেপ্টেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিট্যান্স। চলতি মাসের ১১ দিনে ১০৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এসেছিল ৫৫ কোটি ডলার। এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ রেমিট্যান্স এসেছে।

চলতি মাসের ১১ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৪৯ লাখ ডলার। পুরো মাসে এ ধারা বজায় থাকলে সেপ্টেম্বরে ২৮৪ কোটি ডলারের ওপরে গিয়ে ঠেকতে পারে। এখন পর্যন্ত একক কোনো মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলারের রেকর্ড রয়েছে ২০২০ সালের জুলাই মাসে।

সরকার পতনের গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে ২২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে রেমিট্যান্স কমে ১৯১ কোটি ডলারে নেমেছে।

এদিকে, রেমিট্যান্স বাড়লেও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে জুলাই-আগস্টের ১৩৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বুধবার রিজার্ভ দাড়িয়েছে ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ