ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চৌধুরী নাফিজ সরাফাতের পাহাড়সম সম্পদের নতুন তালিকা

প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২৪, ২৩:৫৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ০০:২০
ছবি- বামে চৌধুরী নাফিজ সরাফাত ও ডানে সাইয়েদ আব্দুল্লাহ

সাবেক ব্যাংকার চৌধুরী নাফিজ সরাফাতের মোবাইলের টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, তারকা হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যমসহ নানা ব্যবসা রয়েছে। এবার তার নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে যেসব সম্পদের পাহাড় গড়েছে তার একটি তালিকা সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে পাওয়া গেছে।

শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার পরে চৌধুরী নাফিজ সরাফাতের সম্পদের তালিকা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ।

পাঠকের সুবিধার জন্য পোস্টটি হুবুহুবু তোলে ধরা হলো-

1. ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক), গোপালগঞ্জ শাখা, ২০১ গ্রেভিয়ার্ড রোড, মিয়াপাড়া, গোপালগঞ্জ পৌরসভা। (ব্যাংক শাখার বিল্ডিংটি নাফিজ সরাফতের মায়ের নামে কিন্তু প্রকৃত মালিক নাফিজ)

2. ক্রিস্টাল প্যালেস ৩য় তলা ৪৩৪৫ বর্গফুট, এস ই (ডি) ২২, বীর উত্তম মীর শওকত সড়ক, ঢাকা।

3. ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক), কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ শাখা, শাহবাগ, ঢাকা। (প্লটের মালিক নাফিজ সরাফত)

4. ফ্ল্যাট নং- E/12, প্লট নং- ২৫২, ব্লক- B, বসুন্ধরা আ/এ, ঢাকা।

5. ফ্ল্যাট নং- 9(B), বাসা নং- পান্থ গ্রীন 147/B/6, গ্রীনরোড, ঢাকা।

6. ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) সিকিউরিটিজ, বারিধারা অফিস। (ফ্লোর মালিক নাফিজ সরাফত)

7. Can-Ban Chambers House, 4789 Yonge St (Hullmark Centre), Toronto, Canada (Nafiz Sharafat)

8. Ajmin Technologies Inc. 515-1 Massey Square, Toronto, Canada.

9. RACE Financial Management Inc. 777 Warden Avenue #209, Toronto, Canada.

10. বাড়ীঃ ২৫৬ শিলভনে এভিনিউ, টরেন্টো, কানাডা।

11. Canadian University of Bangladesh, প্রগতি স্মরনী, বাড্ডা, ঢাকা।

12. Westin Hotel Ltd. Gulshan Avenue, Gulshan 2, Dhaka. (Investor Nafiz Sharafat)

13. Le Meridian, Uttara, Dhaka (5 star). (Shareholder Nafiz Sharafat)

14. Director Southeast Bank (Wife of Nafiz Sharafat)

15. রোড নং- ১০২ ও ১০৩, বাড়ি নং- ২২/এ, গুলশান-২, ঢাকা; পিংক সিটির উল্টো দিকে। (নাফিজ সরাফতের পত্নী মিসেস আন্জুমান আরা শহীদ)

16. রোড নং ২/এ, বাড়ী নং ০৩, নিকুঞ্জ ১, ঢাকা।

17. রোড নং ০৩, প্লট নং ৪৩, নিকুঞ্জ ১

18. বাড়ী নং খ- ৭৮/৩, ফ্ল্যাট নং- ৫এ, মরিয়ম টাওয়ার-১, রাস্তা নং- ইউ এন রোড বারীধারা। (নাফিজ সরাফতের শাশুড়ী ও শ্যালক)

19. বাড়ি নং - ০৬, রোড নং ১১, নিকুঞ্জ-২, ঢাকা। (নাফিজ সরাফতের ভাই)

20. হাবিবুল্লাহ সরাফত ও মিসেস ডালিয়া চৌধুরী (নাফিজ সরাফতের ভাই ও বোন), কানাডিয়ান ইউনিভার্সিটির পর্ষদের সদস্য

21. কানাডিয়ান ইউনিভার্সিটি পর্ষদ সদস্য ১৯ বছর বয়স থেকে (চৌধুরী রাহিব সরাফত, নাফিজ সরাফতের পুত্র)

22. কানাডিয়ান ইউনিভার্সিটি পর্ষদ সদস্য ১২ বছর বয়স থেকে (চৌধুরী জাহরা সরাফতের কন্যা)

23. Strategic Finance and Investment (নাফিজ সরাফতের পত্নী মিসেস আন্জুমান আরা শহীদ)

24. Sentinel trustee & custodial services ltd, Gulfesha Plaza level 13, Mogbazar, Dhaka. (Chairman Nafiz Sharafat)

25. অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড বিনিয়োগ (AIFB) (নাফিজ সরাফত Independent Director)

26. Argus Credit Rating Services Limited, BDBL Building Level 13, 8 RAJUK Avenue, Dhaka. (Chairman Nafiz Sharafat)

27. Popular Life First Mutual Fund, পিপলস ইনস্যুরেন্স ভবন, ৩৬ দিলকুশা বা/এ, ঢাকা।

28. First Bangladesh Fixed Income Fund; আল-রাজী কমপ্লেক্স, ৪র্থ তলা, ১৬৬-১৬৭ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী, পুরানা পল্টন, ঢাকা। এবং BDBL Building Level 13, 8 RAJUK Avenue, Dhaka.

29. RACE Portfolio Issue Management Ltd. (Chairman Nafiz Sharafat)

30. RACE Management Private Company Ltd. (Chairman Nafiz Sharafat)

31. Strategic Equity Management Ltd. (Chairman Nafiz Sharafat)

32. ইউনিক মেঘনাঘাট পাওয়ার (বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র), চেয়ারম্যান নাফিজ সরাফত, পরিচালক তার পুত্রঃ চৌধুরী রাহেব সরাফত, মেঘনাঘাট, সোনার গাঁও, নারায়ণগঞ্জ। কর্পোরেট অফিসঃ লেভেল ৫,৬ এবং ৭, প্লট নং- ২২/এ, রোড নং- ১০২ ও ১০৩, গুলশান-২, ঢাকা।

33. NewsBangla24 (Address: Canadian University Progati Sharani Campus Top Floor, Owner: Nafiz Sharafat)

34. দৈনিক বাংলা ( মালিক নাফিজ সরাফত)

এ ছাড়াও অজ্ঞাত অঢেল সম্পত্তি ও ব্যাংক ব্যালেন্স দেশে এবং বিদেশে থাকতে পারে বলে অনুমান করছি। দুদক থেকে শুরু করে অন্যরা যেহেতু তার অপকর্ম এবং দুর্নীতি নিয়ে এখনও পুরোদস্তুর তদন্ত করে বিচারে হাত দিতে পারছেন না, আপনাদের কাজটা একটু সহজ করে দিলাম। এবার অন্তত জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করা এদেরকে ধরুন, জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ