সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার (৭ জুন) অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার নৈতিকতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন কারণে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে। সেটি নানা কারণে রিটার্নে না-ও দেখানো হতে পারে। এ ছাড়া জমি ক্রয়-বিক্রয়ে অনেক কালো টাকা অন্তর্ভুক্ত হয়ে যায়।
মুনিম বলেন, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে তাই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ