ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

উদ্যোক্তারা স্মার্ট হলেই স্মার্ট হবে বাংলাদেশ

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ২০:৪১

সারা দেশে অনলাইনে যারা ব্যবসা করেন, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভাবনার আদান-প্রদান, পণ্যের সঠিক উৎসের অনুসন্ধান, ক্রেতাদের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি ও সম্পর্ক ধরে রাখার কৌশল শেখানোসহ ব্যবসা বৃদ্ধির নানা কৌশল শেখানোর উদ্দেশ্য নিয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছে এন্টারপ্রেনার অ্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্ম (ইপি)।

এ অনলাইন প্ল্যাটফর্মে সারা বছর উদ্যোক্তারা অনলাইনে তাদের উদ্যোগের সম্ভাবনা, সংকট ও সংকট উত্তোরণের নানা কৌশল নিয়ে আলোচনা করেন। সমাধানের পথ খোঁজেন। বছরে একদিন বৃহৎ পরিসরে আয়োজন করেন উদ্যোক্তা সম্মেলন। তার ধারাবাহিকতায় এবার আয়োজন করা হলো- স্মার্ট এন্টারপ্রেনার্স কনফারেন্স অ্যান্ড অ্যাওয়ার্ড- ২০২৪ প্রদান অনুষ্ঠান।

শনিবার (২৫ মে) দিনব্যাপী রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো এ সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাঈনুল হোসেন খান নিখিল, এমপি, বিপ্লব হাসান পলাশ, এমপি, নিলুফার আনজুম পপি, এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. জাহানারা আরজু, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিসিসি ও বিডিসিসিএল এর পরিচালক রনজিৎ কুমার, ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার এর প্রধান নির্বাহী ড. বিক্রম কুমার ঘোষ, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সারমিন সেলিম তুলি, অভিনেতা ও পরিচালক মীর সাব্বির, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩ বিজয়ী শাম্মী ইসলাম নীলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্টারপ্রেইনার অ্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্ম- ইপি এর প্রতিষ্ঠাতা ও স্মার্ট এন্টারপ্রেনার্স কনফারেন্স অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪ এর আহ্বায়ক হাসানুর রহমান রনি।

তিনি বলেন- উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। সাহসিকতার অভাবে অনেকে ব্যবসা শুরুই করতে পারেন না। সাহসিকতার সঙ্গে যারা ব্যবসা শুরু করেন, ব্যবসা বিষয়ে যথাযথ প্রশিক্ষণ ও জ্ঞানের অভাবে তারা যেন ব্যর্থ ব্যবসায়ী না হয়ে সফল ব্যবসায়ী হতে পারেন, সে জন্য আমরা এন্টারপ্রেনার অ্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্ম- (ইপি) শুরু করেছিলাম ২০২১ সালে। ৪ বছরের ব্যবধানে বহু উদ্যোক্তা এ অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাদের সমস্যার প্রয়োজনীয় সমাধান খুঁজে পাচ্ছে। সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। আজ সারাদেশে ইপি এর সদস্যরা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সহযোগিতা করছেন। অনেকটা বিনা খরচেই তারা উপকার পাচ্ছেন এ প্ল্যাটফর্ম থেকে। আমরা মনে করি- বর্তমান সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন, আমাদের উদ্যোক্তারা যদি স্মার্ট হয়, ক্রেতারা যদি স্মার্ট হয়, তাহলেই প্রকৃত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ