ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়: অর্থমন্ত্রী 

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪১

ডলারসহ বিদ্যমান অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সচিবালয়ে ওআইসি'র সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সালেম সনবলের সঙ্গে সাক্ষাৎ শেষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ আছে, সেটি কাটিয়ে উঠতে হবে। কিন্তু এটির মানে এই নয় যে কালকেই সব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা যাবে। বাংলাদেশ চ্যালেঞ্জ কাটিয়ে উঠছে। আবার ঘুরে দাঁড়াচ্ছে। যে সব সমস্যা রয়েছে, আমরা সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠছি।

তিনি আরও বলেন, বিনিময় মূল্য কীভাবে স্থিতিশীল করা যায়, সেটি নিয়েও কাজ চলছে। আমাদের ডলারেরই সংকট।

এদিকে, অর্থমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের বর্তমান আর্থ-রাজনৈতিক অবস্থায় সন্তুষ্টির কথা জানিয়েছেন আইটিএফসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সালেম সনবল। আগামীতে বেশ কয়েকটি আর্থিক সহযোগিতা বাড়ানোরও আশ্বাস দেন তিনি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ