দেশে উৎপাদিত চিনি কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। প্রায় ৬ ঘণ্টা পর শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপিতে তা প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।
এদিন বিএসএফআইসি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক ও দেশি চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত বদলের ফলে আগের মতোই দেশি খোলা চিনির কেজি ১৩২ এবং প্যাকেটজাত চিনির কেজি ১৪০ টাকায় মিলবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ