ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পেঁয়াজ মিলবে ৩০ টাকায়

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:০১
সংগৃহীত ছবি

পেঁয়াজের মূল্য ক্রেতাদের হাতের নাগালে রাখতে রোববার সকাল থেকে ৩০ টাকা কেজি দরে ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিসিবি জানায়, প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা রাখা হয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজ বরাদ্দ করা হবে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর জানান, দুই বছর ধরে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির অভিজ্ঞতার আলোকে স্থানীয় বাজার নিয়ন্ত্রণে টিসিবি প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে পেঁয়াজ যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

টিসিবির দেওয়া দৈনিক বাজারদর অনুযায়ী, আজ শনিবার ঢাকার বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকা ও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ