ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এক বছরে ৬৫ শতাংশ বেড়েছে সন্দেহজনক লেনদেন 

প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৬

দেশের আর্থিক খাতে এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৪ দশমিক ৫৮ শতাংশ। গত ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন ছিল ১৪ হাজার ১০৬ টি। যা তার আগের অর্থবছরে ছিল আট হাজার ৫৭১টি।

বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)।

সংবাদ সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য বলছে, এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে পাঁচ হাজার ৫৩৫ বা প্রায় ৬৪ শতাংশ। আর গত ২০২০-২১ অর্থবছরে সন্দেহজন লেনদেনের সংখ্যা ছিল পাঁচ হাজার ২৮০টি।

এসময় উপস্থিত ছিলেন বিএফআইউ প্রধান মাসুদ বিশ্বাসসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ