আজ রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে উদ্বোধন করা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৮তম আসরের। মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। আর সাপ্তাহিক ছুটির দিন চলবে রাত ১০টা পর্যন্ত।
মেলায় যাতায়াতের সুবিধার জন্য এবার মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। উত্তরা বা মতিঝিল থেকে যারা মেলায় আসবেন তারা মেট্রোরেলে ফার্মগেট এসে সেখান থেকে বাসে করে এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা মেলায় চলে আসতে পারেন।
এ ছাড়াও কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি এবং কয়েকটি যাত্রীবাহী বাসের ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ