ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পণ্যের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে করা যাবে অভিযোগ

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ২৩:৩৯

বাজারে পণ্যের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছেন ডাক টেলি ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আগামী ৩১ জানুয়ারির মধ্যে চালু হতে পারে এই নতুন সেবা।

সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন পলক। সেখানেই তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আমরা কল সেন্টারের একটি নম্বর বরাদ্দ করতে চাই। ৩৩৩–এর পরে আমরা একটা ডিজিট বরাদ্দ করব। যেখানে একজন ক্রেতা, নাগরিক বা গ্রাহক ফোন করে আলু, পেঁয়াজ, ছোলা, খেঁজুরসহ সবকিছু সরকারের বেধে দেওয়া, ধরেন, কোনো একটা পণ্যের কি রেট, বাজারে কত রেট, উনি যেখানে আছেন সেখানে ওনার কাছে কোন দোকান কত টাকা চেয়েছে সেটা সুপার মার্কেট হোক বা কাঁচা বাজার হোক। সেই তথ্যটা উনি নিতেও পারবেন, দিতেও পারবেন।’

প্রতিমন্ত্রী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন, মজুদ, সরবরাহ, আমদানিসহ সার্বিক তথ্য জানার মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা হবে।

জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বেচাকেনা হলে, দ্রব্যমূল্য নিয়ে যেকোনো ভোক্তা বা সাধারণ মানুষ একটি নির্ধারিত টেলিফোন নম্বারে সরাসরি ফোন করে অভিযোগ করার সঙ্গে সঙ্গে, প্রশাসন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ