ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

এবার বিদেশে কার্ড দিয়ে অর্থ উত্তোলন বন্ধ করলো ইবিএল

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২৩, ২১:৫০

এবার দেশের বাইরে কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

রোববার (৩১ ডিসেম্বর) ইবিএলের যোগাযোগ বিভাগের প্রধান জিয়াউল করিম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১ জানুয়ারি থেকে ইবিএলের কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। এতে খরচ কমাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

জিয়াউল করিম বলেন, ভ্রমণ কোটার ম‌ধ্যে পিওএস এবং ই-কমা‌র্সের মাধ্য‌মে যেকো‌নো বৈধ কেনাকাটা কর‌া যাবে।

তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে গত ২৪ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ