আদানি গ্রিন এনার্জি লিমিটেডের (এজিইএল) সাথে ফ্রান্সের বহুজাতিক এনার্জি ও পেট্রোলিয়াম কোম্পানি টোটাল এনার্জিসের জয়েন্ট ভেঞ্চারের ঘোষণা এসেছে।
এরই অংশ হিসেবে ১০৫০ মেগাওয়াটের নবায়নযোগ্য পোর্টফোলিওর একটি প্রজেক্টের আদানির সঙ্গে ৩০ কোটি (৩শ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগ করবে টোটাল এনার্জিস। এ জন্য ৫০ শতাংশ শেয়ার ছেড়ে দিতে হবে টোটাল এনার্জিসকে।
এ ১০৫০ মেগাওয়াটের সোলার ও উইন্ড পাওয়ার প্রজেক্টের মধ্যে ৩০০ মেগাওয়াট অপারেশনাল, ৫০০ মেগাওয়াট আন্ডার কন্সট্রাকশন ও ২৫০ মেগাওয়াট আন্ডার ডেভেলপমেন্ট অ্যাসসেট।
এ অংশীদারত্বের মাধ্যমে আদানি গ্রিন এনার্জির ২০৩০ সাল নাগাদ ৪৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেখানে একত্রে কৌশলগত অংশীদার হিসেবে থাকার কথা পুনর্ব্যক্ত করেছে টোটাল এনার্জিস।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ