ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

ঋণ অনিয়মের দায়ে ফিনিক্স ফাইন্যান্সের এমডিকে অপসারণ

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৫১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৩

আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত আর ঋণ অনিয়মের দায়ে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে ইন্তেখাব আলমকে সাময়িক অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০০৮ সাল থেকে টানা ১৬ বছর ফিনিক্স ফাইন্যান্সের এমডি হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন ইন্তেখাব আলম।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে একটি চিঠি দেয়।

চিঠিতে বলা হয়েছে, ঋণ অনিয়মে সঙ্গে এমডি ইন্তেখাব আলমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যা আমানতকারীদের স্বার্থে বিরূপ প্রভাব ফেলছে। এ কারণে তাকে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ থেকে সাময়িক বরখাস্ত করে মানবসম্পদ বিভাগে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি কার্যক্রম সঠিকভাবে পরিচালনার করতে আর্থিক প্রতিষ্ঠানের বিধান অনুযায়ী নতুন একজন প্রধান নির্বাহী নিয়োগ করতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ