ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ : রাসেল

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল।

তিনি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, ‘আমাদের যে অর্থ ঘাটতি সেটি নিতান্তই বিজনেস ডেভেলপমেন্ট পিছনে খরচ হয়েছে। যেহেতু অর্থ পাচার অথবা মানি লন্ডারিং এর কোন সম্ভাবনা নাই, অতএব বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ওনারা জনগণের স্বার্থ চিন্তা করে সকল সিদ্ধান্ত নিয়েছেন।’

এসময় তিনি আরও লিখেন, ‘মিডিয়ার প্রতি অনুরোধ, অপরাধ তদন্তের পূর্বে অপরাধী বলে কোন নিউজ না করতে। আমরা সব সময়ই তদন্ত কে স্বাগত জানাই। ধন্যবাদ।’

আরও পড়ুন: ইভ্যালিসহ ১০ ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

আজ দুপুরে মন্ত্রণালয়ের এক সভা শেষে দেশের ই-কমার্স প্রতিষ্ঠান ১০ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতেই ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল ফেসবুকে এ স্টাটাস দেন।

এর আগে ৭ জুলাই ই-কমার্স কোম্পানি ইভ্যালির বিরুদ্ধে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মূল্য পরিশোধের পর পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে ইভ্যালির বিরুদ্ধে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ