শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সাফা আন্তর্জাতিক স্বর্ণপদক পেল অগ্রণী ব্যাংক

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২৬

সেরা বার্ষিক প্রতিবেদন-২০২২ এর জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) কর্তৃক স্বর্ণপদক অর্জন করেছে অগ্রণী ব্যাংক।

শনিবার (২৩ ডিসেম্বর) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২২ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লির হোটেল রেডিসন ব্লুতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাফার সভাপতির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিএফও মোহাম্মদ দীদারুল ইসলাম।

এ পুরস্কার প্রাপ্তিতে সাফা কর্তৃপক্ষ, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ