পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে গত অর্থবছরে (২০২২-২৩) ১ হাজার ২২২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে ২ হাজার ৭৭টি মামলা হয়েছে। অর্থদণ্ড করা হয়েছে ১ কোটি ৬ লাখ ২২ হাজার ৭০০ টাকা। বস্ত্র ও পাট অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ১৯ ধরনের পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক। এ আইনের পরে প্রথমে ছয়টি পণ্য; অর্থাৎ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তা বাধ্যতামূলক করা হয়। ২০১৭ সালের ২১ জানুয়ারি এ তালিকায় আরও যুক্ত হয় মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনে, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ। ২০১৮ সালের ৬ আগস্ট পোলট্রি ও ফিশ ফিডের মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ