ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দেশে রিজার্ভ কিছুটা বাড়লো

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:১৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:২২

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ৪০ কোটি ডলার ঋণ যুক্ত হওয়ায় দেশের রিজার্ভ কিছুটা বেড়েছে। এতে বর্তমান রিজার্ভ ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আর খরচ করার মতো রিজার্ভ অর্থাৎ (বিপিএম৬) ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার আইএমএফের দ্বিতীয় কিস্তির ঋণের ৬৮৯.৮৩ মিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয়। একই দিনে এডিবির ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হয়েছে।

এ ছাড়াও চলতি মাসে সাউথ কোরিয়া থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন সোর্সসহ মোট ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার যোগ হওয়ার কথা রয়েছে। এতে রিজার্ভে আরও স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ