অযৌক্তিক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কোনো অসাধু ব্যবসায়ী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।
বুধবার (১৩ ডিসেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সভায় তিনি এ সব কথা বলেন।
এ সময় সফিকুজ্জামান বলেন, সরকার বাজার পর্যবেক্ষণ করছে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ভোক্তা অধিকার আইনের কিছুটা দুর্বলতার পাশাপাশি জনবল সংকট রয়েছে। ১৭ জেলায় অধিদপ্তরের কোনো কর্মকর্তা নেই। তারপরও সারাদেশে প্রতিদিন অধিদপ্তরের ৪০-৫০টি টিম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশোধনের কাজ চলমান রয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ