ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

৪ মাসে বাণিজ্য ঘাটতি কমেছে ৬০ শতাংশ

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৮
ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই ডলার সংকটের মুখে পড়ে দেশ। বাজার পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। আর এতে প্রতি মাসেই কমছে রিজার্ভ। অন্যদিকে ডলার সংকটের কারণে আমদানিতে লাগাম টানছে বাংলাদেশ ব্যাংক। নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপে সুফলও মিলছে। এখন আমদানি ব্যয় কমে আসার পাশাপাশি বাণিজ্য ঘাটতিও বেশ খানিকটা কমেছে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাণিজ্য ঘাটতি কমেছে ৬০ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এ অর্থবছরের প্রথম চার (জুলাই-অক্টোবর) মাসে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮০ কোটি ৯০ লাখ ডলার। যা গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের (প্রথম চার মাস) চেয়ে ৬০ দশমিক ৪২ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৯৬২ কোটি ৪০ লাখ ডলার।

এ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে মোট ২ হাজার ২৬ কোটি ৯০ লাখ ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা। যেটি গত ২০২২-২৩ অর্থ বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৫৪ শতাংশ কম। গত অর্থবছরের চার মাসে ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল।

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ১ হাজার ৬৪৬ কোটি ডলার আয় করে দেশ। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৬১ শতাংশ বেশি। গত বছরের চার মাসে পণ্য রপ্তানি থেকে ১ হাজার ৫৮৮ কোটি ডলার আয় করেছিল দেশ।

আলোচিত প্রথম চার মাসে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ কমে ৩ দশমিক ৮১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এটি গত ২০২২-২৩ অর্থবছর শেষ হয়েছিল ১ হাজার ৭১৫ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি নিয়ে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এ ঘাটতি ৩ হাজার ৩২৫ বিলিয়ন ডলারে উঠেছিল ২০২১-২২ অর্থবছরে।

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্ট) উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৩০ লাখ ডলার। তিন মাস শেষে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে উদ্বৃত্তের পরিমাণ ছিল ১১২ কোটি ডলার। গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে অর্থনীতির গুরুত্ববহ এ সূচকে ঘাটতি ছিল ৪৪৯ কোটি ডলারের।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ