ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

টানা দুই মাস কমলো রপ্তানি আয়

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫১
ছবি- সংগৃহীত

ডলার সংকটের মধ্যে টানা দুই মাস রপ্তানি কমলো। সবশেষ নভেম্বর মাসে ৪৭৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি কমার হার ৬ দশমিক শূন্য ৫ শতাংশ।

সোমবার (০৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরে রপ্তানি হয়েছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলারের পণ্য। গত বছর একই মাসে যার পরিমাণ ছিল ৫০৯ কোটি ২৬ লাখ ডলার। তার আগের মাস অক্টোবরে রপ্তানি হয় ৩৭৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য, যা ছিল ২০২২ সালের একই মাসের চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ কম। পরপর দুই মাস রপ্তানি আয় ঋণাত্বক হলো।

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের উদ্যোক্তারা বলছেন, তাদের অর্ডার কমে যাচ্ছে। এর প্রভাব রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে স্পষ্ট।

নভেম্বরের পরিসংখ্যান যোগ করে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৫ মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ২২৩ কোটি ডলারের পণ্য, যা গত অর্থবছরেরর একই সময়ের (জুলাই-নভেম্বর) চেয়ে মাত্র ১ দশমিক ৩০ শতাংশ বেশি। এই সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি কম হয়েছে ৯ শতাংশ।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ