রফতানি বাণিজ্যে অনন্য অবদান রাখায় ২০২০-২১ অর্থবছরে ৭৩টি প্রতিষ্ঠানকে জাতীয় রফতানি ট্রফি দিয়েছে সরকার।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টি স্বর্ণ, ২৫টি রৌপ্য এবং ১৯টি ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।
এছাড়া সব খাতের মধ্যে সর্বোচ্চ রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে রিফাত গার্মেন্টস লিমিটেডকে বিশেষভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি দেওয়া হয়েছে।
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ