ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

এখনও ইভ্যালির বিক্রি ভালই হচ্ছে : রাসেল

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২১, ২০:২১

এখন ইভ্যালি আর অস্বাভাবিক অফার দেয় না বলে উল্লেখ করে ইভ্যালির নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেছেন, এখনও কিন্ত ইভ্যালির বিক্রি ভালোই হচ্ছে এবং দিন দিন বাড়ছে।

রাসেল বলেন, সবচেয়ে বড় নিশ্চয়তা হলো, গ্রাহকদের টাকা তাদের পণ্য হাতে পাওয়ার পূর্ব পর্যন্ত গেটওয়েতে নিরাপদ থাকে।

‘শুধুই প্রয়োজন কিছুটা সময়। ই-কমার্স পৃথিবীর বুকে সবচেয়ে লাভজনক ইন্ডাস্ট্রি, যার শুরুটা হয়তো একটু কঠিন’ বলেন মোহাম্মদ রাসেল।

বুধবার (৭ সেপ্টেম্বর) তার নিজস্ব ফেসবুকে পেজে কথাগুলো লিখেন তিনি।

এর আগে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যমুনা গ্রুপ ইভ্যালিতে বিনিয়োগ না করার সিদ্ধান্তের কথা জানান। ফলে রাসেল বলেন, যমুনা গ্রুপ কেন বিনিয়োগের কথা বলে আবার চলে গেলে, সেটা তারাই ভালো বলতে পারবে। আমি সেটা নিয়ে মন্তব্য করতে পারি না। তবে আমরা থেমে নেই, চেষ্টা করে যাচ্ছি বিদেশি বিনিয়োগ নিয়ে আসার জন্য। যেহেতু আমাদের নিয়মিত লেনদেন অব্যাহত আছে, তাই আশাকরি বিনিয়োগ পেয়ে যাবো।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ