ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
খাদ্য সংকট

৩০ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘোষণা বিশ্বব্যাংকের 

প্রকাশনার সময়: ২১ জুলাই ২০২৩, ২২:৫৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এ সংকট মোকাবিলায় ৩০ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ কোনো কর্মসূচি নিলে এ অর্থায়ন নিতে পারবে।

শুক্রবার (২১ জুলাই) বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, কৃষি, পুষ্টি, সামাজিক সুরক্ষা, পানি এবং সেচের মতো ক্ষেত্রে বিদ্যমান এবং নতুন প্রকল্পগুলোতে এই ৩০ বিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এই অর্থায়নের মধ্যে খাদ্য ও সার উৎপাদনকে উৎসাহিত করা, খাদ্য ব্যবস্থা উন্নত করা, বৃহত্তর বাণিজ্য সহজতর করা এবং গরিব পরিবার ও উৎপাদকদের সহায়তা করার প্রচেষ্টা অন্তর্ভুক্ত থাকবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, খাদ্যের দাম বাড়ার ফলে সবচেয়ে দরিদ্রদের ওপর বেশি প্রভাব পড়ছে। নিত্যপণ্যের বাজারগুলোকে স্থিতিশীল করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে এমন কর্মসূচি। এ জন্য খাদ্য উৎপাদক দেশগুলোতে জ্বালানি ও সারের সরবরাহ বাড়াতে হবে, কৃষকদের উৎপাদন বাড়াতে সাহায্য করতে হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ