ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরেক ধাপ বাড়ল এলপিজির দাম

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২১, ২১:২৫

দেশে ভোক্তা পর্যায়ে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯৯৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৩ টাকা করা হয়েছে। এটি সর্বোচ্চ খুচরা মূল্য। আগামীকাল বুধবার থেকে এই দাম কার্যকর হবে।

এর আগে এলপিজির দাম ১০২ টাকা বাড়িয়েছিল বিইআরসি। তখন বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯১ টাকা থেকে ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়। মূল্যটি ১ আগস্ট থেকে কার্যকর ছিল।

মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল সংস্থাটি। এরপর থেকে প্রতিমাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির আগে দাম ছিল ৪৮ টাকা ৭১ পয়সা। নতুন দাম প্রতি লিটার ৫০ টাকা ৫৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ