খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম ১৯০ থেকে ১৯৫ টাকার মধ্যে নির্ধারণের পর খুচরা বাজারে ব্রয়লারের দাম কমতে শুরু করেছে। রোজার তৃতীয় দিনে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে মুরগির উত্তাপ দাম।
রোববার (২৬ মার্চ) ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৩০ থেকে ৪০ টাকা কমে ২১০ থেকে ২২০ টাকা কেজি। কমতে শুরু করেছে সোনালি মুরগি ও ডিমের দামও। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ পর্যায়ে দাম কমায় বাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে।
এছাড়াও দোকান ভেদে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
কারওয়ান বাজারের বিক্রেতা সুজন মিয়া বলেন, বাজারে মুরগির দাম এখন অনেক কমছে। ৩০ থেকে ৪০ টাকা কমেছে। ২২০ টাকাতেই ব্রয়লার মুরগি বিক্রি করছেন। আর সোনালি ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
উত্তরার বিক্রেতা কাদির হোসেন বলেন, মুরগির দাম অনেক কমছে। ব্রয়লার মুরগি ২২০ থেকে ২৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দাম সামনে আরো কমবে। বাজার আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে। মুরগির সরবরাহ যত বাড়বে তত দাম কমবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ