২০২২-২৩ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৯ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলারের গড় মূল্য ১০৫ টাকা হিসাবে) প্রায় ১ লাখ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকা। আমদানি ব্যয়ের চেয়ে রফতানি আয় কম হওয়ায় বড় অঙ্কের এ বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। ওই সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতিও ৫০৩ কোটি ডলার ছাড়িয়েছে। যা দেশীয় মুদ্রায় প্রায় ৫২ হাজার ৮১৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে পণ্যমূল্য বেড়ে গেছে। এতে রফতানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হচ্ছে। তাছাড়া প্রবাসী আয়ও আশানুরূপ আসছে না। এসব কারণে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, বাংলাদেশ ব্যাংকের এলসি খোলা নিয়ে নানা পদক্ষেপের কারণে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে। অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করায় ধীরে ধীরে আমদানি ও রফতানির ব্যবধান কমে আসছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে মোট ৪ হাজার ৪০৩ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে দেশে। গত অর্থবছরের (প্রথম ৭ মাস) একই সময়ের চেয়ে ৫ দশমিক ৬৬ শতাংশ কম আমদানি হয়েছে। গত ২০২১-২২ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে ৪ হাজার ৬৬৭ কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানি করেছিল বাংলাদেশ।
চলতি অর্থবছরের একই সময়ে আমদানির বিপরীতে দেশ থেকে পণ্য রফতানি হয়েছে ৩ হাজার ৬৪ কোটি ডলারের পণ্য। গত অর্থবছর একই সময়ে (জুলাই-জানুয়ারি সময়) ২ হাজার ৭৮৬ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ