ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। একইসঙ্গে সূচক পতনের পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় প্রায় ২৪৬ কোটি টাকার লেনদেন কমেছে। ৮৩৮ কোটি টাকা কমে গতকাল বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৯ হাজার ৭২১ কোটি টাকায়। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ২২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ছয় হাজার ৭৬০ দশমিক ৬১ পয়েন্টে পৌঁছায়। আর ডিএসইএস বা শরিয়াহ্ সূচক চার দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে এক হাজার ৪৬১ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক তিন দশমিক ২৮ পয়েন্ট কমে দুই হাজার ৪২৩ দশমিক ৫৪ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে এদিন মোট ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৫৬টির এবং কমেছে ১৯১টির। বাকি ২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ৪৬৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ২৪৬ কোটি টাকা।
ডিএসইতে এদিন ৬৯ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৪২৫টি শেয়ার তিন লাখ সাত হাজার ৩৮৮ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৫৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর দুই টাকা ৩০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৭৯ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর দুই টাকা ১০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৭৪ কোটি ৬৯ লাখ, আইএফআইসি ব্যাংকের ৬৮ কোটি ৪০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪১ কোটি ৩৪ লাখ, ওরিয়ন ফার্মার ৩৭ কোটি ১৫ লাখ, জিবিবি পাওয়ারের ৩৩ কোটি ৪০ লাখ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০ কোটি ৮৯ লাখ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩০ কোটি ৩৪ লাখ এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২৮ কোটি সাত লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮০ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ২০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯ দশমিক শূন্য ছয় শতাংশ শেয়ারদর বেড়েছে।
নয়া শতাব্দী/এসইউ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ