ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২২, ১৬:১০

বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা মাহফুজার রহমান (৭০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার দিঘলকান্দি গ্রামে জামে মসজিদের সামনে এঘটনা ঘটে। নিহতের নাম সরোয়ার জাহান সাথী (৩০)। আহত মাহফুজার রহমান (৭০)কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান, দিঘলকান্দি জামে মসজিদের মুয়াজ্জিন মাহফুজার রহমান মসজিদের দ্বিতীয় তলায় রডের সাথে জাতীয় পতাকা টাঙাতে যায়। পতাকার রড পাশে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে লেগে মাহফুজার ছিটকে পড়ে যায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে ছেলে সারোয়ার জাহান সাথী বাবাকে স্পর্শ করা মাত্রই মসজিদের দ্বিতীয় তলা থেকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মুয়াজ্জিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত মাহফুজার রহমানের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থাও মুমূর্ষ বলে চিকিৎসক জানিয়েছেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ